আমাদের চারপাশে চলছে প্রযুক্তির ঝড়। কম্পিউটার, স্মার্টফোন, ইন্টারনেট–এই সবকিছু আমাদের জীবনধারাকে বদলে দিয়েছে। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি, এই অবিশ্বাস্য উদ্ভাবনগুলোর পেছনে কারা আছেন? এই গ্রন্থটি সেইসব অগ্রণী মানুষের গল্প, যাঁদের নিরলস প্রচেষ্টায় এবং মেধায় আজ আমরা প্রযুক্তির এই আধুনিক যুগে পৌছেছি।
”কম্পিউটার বিজ্ঞানীদের গল্প” বিশ্বখ্যাত কম্পিউটার বিজ্ঞানীদের জীবন ও অবদানের এক আকর্ষণীয় বর্ণনা। এই গ্রন্থটি শুধুমাত্র কম্পিউটার বিজ্ঞানীদের জীবনী ও অবদান নিয়েই লিখিত নয়, এই গ্রন্থে আলোচনা করা হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তাদের উত্থান ও তাঁদের অধ্যাবসায়ের গল্প।